ইউপি কার্যালয়ের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেড লাইসেন্স করতে আসা এক ব্যবসায়ীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের ভেতরে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. শাহীন মিয়া (৪২)। তাঁর বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগরের মেন্দেরকান্দী এলাকায়। ওই ব্যবসায়ী স্থানীয় হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্য ও পাইপের ব্যবসা করতেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম শামীম মিয়া (৩৮)। তাঁর বাড়ি আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়ায়। একজন মাদকাসক্ত যুবক হিসেবে শামীম এলাকায় পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে ট্রেড লাইসেন্সের কাগজ জমা দিতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান শাহীন মিয়া। কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে কাগজপত্র প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের ভেতরে আসেন শামীম। এ সময় অতর্কিতে শাহীনের মাথায় পরপর দুটি কোপ দিয়ে বসেন শামীম। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের নেন। হাসপাতালে পৌঁছানোর আগেই শাহীনের মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা বলেন, শাহীন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে পরপর দুবার কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, শামীম ইউপি কার্যালয়ের বারান্দায় প্রায়ই শুয়ে থাকতেন। কখনো কোনো ঝামেলায় তাঁকে জড়াতে দেখা যেত না। এবারই প্রথম তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেললেন।
রায়পুরা থানার উপপরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, মাদকাসক্ত যুবকের দায়ের কোপে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। রক্তমাখা দা জব্দ ও অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।