রাজশাহীতে ‘মাদক ব্যবসায়ীর হামলা’য় পুলিশ আহত

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীতে ‘মাদক ব্যবসায়ীর হামলা’য়  পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। শনিবার বিকেলে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম আবু আসলাম। তিনি নগরের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. লালন। তাঁর বাড়ি গুড়িপাড়া এলাকায়। পুলিশ জানায়, লালনের বাড়িতে মাদকদ্রব্য রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সেখানে অভিযানে যায় কেশবপুর ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র বর্মনের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় লালন হাসুয়া দিয়ে পুলিশকে আঘাত করেন। এতে কনস্টেবল আবু আসলামের হাত কেটে যায়।

রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কনস্টেবল আবু আসলাম বলেন, তিনি চিকিৎসা নিয়ে বাসায় এসেছেন। তাঁর গায়ে জ্বর এসেছে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায়ী’ লালনকে ধরতে গেলে তিনি হাসুয়া নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশ তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে।