কুষ্টিয়ায় ৮০ জন শীতার্ত পেলেন প্রথম আলো ট্রাস্টের কম্বল

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর ও তালবাড়িয়া এবং মিরপুর উপজেলার কচুবাড়িয়া ও বিল আমলা গ্রামের ৮০ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়ছবি: প্রথম আলো

‘এই শিতি এইবিরিই পথম কম্বল পানু। আজ ঠান্ডা পইরিছেও। রাতে কম্বলডা কাজে দেবে।’ নতুন কম্বল হাতে পেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিল আমলা গ্রামের বাসিন্দা ৯০ বছরের মুসা করিম।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর ও তালবাড়িয়া গ্রামের এবং মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া ও বিল আমলা গ্রামের ৮০ জন অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

প্রথম আলো বন্ধুসভা কুষ্টিয়ার সদস্যরা শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন। এর আগে বন্ধুসভার সদস্যরা এলাকায় খোঁজ করে অসহায় মানুষের তালিকা তৈরি করেন। লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সোলাইমান মালিথার বাড়ির আঙিনায় কম্বল তুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুর গ্রামের ৭০ বছর বয়সী পরিছন নেছা এসেছিলেন কম্বল নিতে। তিনি বলেন, ‘কম্বল পাইয়ি ভালো লাইগলো।’

চার বছর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সিদ্দীকুর রহমান। তাঁর মেয়ে নেহা খাতুন কম্বল নিতে আসেন। তিনি বলেন, এই কম্বল পেয়ে তিনি খুবই খুশি। এ রকমভাবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার।

কালাচাঁদ দাস (৫৫) বলেন, ‘জুতা সেলাই করে সংসারই চালাতে পারি না। শীতে কষ্ট হচ্ছিল। এই কম্বলটা খুবই উপকারে আসবে। আপনাদের জন্য প্রার্থনা করি।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণে সহযোগিতা করেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন, সদস্য শেখ রুবেল, জোবাইদা ইয়াসমিন, বর্ষা সরকার প্রমুখ। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ৭০০টি কম্বল দিয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। এর মধ্যে দুই দফায় কুষ্টিয়ায় ২০০টি কম্বল বিতরণ করা হলো।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭ ২০০০০১১১৯৪। রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯ ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।