রাতে তীব্র শীত পড়েছিল। কিন্তু আজ বুধবার দিন শুরু হয় রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে। রাতে শীতের কষ্ট থেকে বাঁচতে ২০০ দরিদ্র মানুষ এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের কম্বল নিতে। যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া ও শহরের জেল সড়কে দুই দফায় আজ কম্বল বিতরণ করা হয়।
রুনা খাতুনের স্বামী মারা গেছেন ১০ বছর আগে। গৃহপরিচারিকার কাজ করে দুই ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন। অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। এবারের শীতে গরম পোশাক কিনতে পারেননি তিনি। প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে তিনি খুব খুশি।
রুনা খাতুন বলেন, ‘বাসাবাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাই। শীত নিবারণে কাঁথা-কাপড় তেমন নেই। কম্বলডা পাইয়ে খুব উপকার হলো।’
আজ সকাল ১০টায় শহরের জেল সড়কে প্রথম আলো কার্যালয়ে এবং দুপুর ১২টার দিকে শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। দুই জায়গায় মোট ২০০টি কম্বল শীতার্ত নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয়। এর আগে বন্ধুসভার বন্ধুরা তিন দিন ধরে ভৈরব নদের তীর ও কিসমত নওয়াপাড়া এলাকায় ঘুরে প্রকৃত দরিদ্র শীতার্ত মানুষ খুঁজে খুঁজে কম্বলের টোকেন দিয়ে আসেন। সেই টোকেন পাওয়া মানুষ আজ সকাল থেকে প্রথম আলো কার্যালয়ে জড়ো হতে থাকেন।
তবে টোকেনের বাইরেও অন্তত ২০ থেকে ৩০ জন শীতার্ত মানুষ প্রথম আলো কার্যালয়ে কম্বল নিতে হাজির হন। সেই চাপ সামাল দিতে সকালে বন্ধুসভার বন্ধুদের হিমশিম অবস্থায় পড়তে হয়। একই পরিস্থিতির সৃষ্টি হয় দ্বিতীয় দফায় কম্বল বিতরণের স্থান কিসমত নওয়াপাড়া এলাকায়। সেখানেও মানুষের চাপ সামাল দিতে হয়েছে।
কম্বল পেয়ে জেল সড়কের বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘এ বছর এই প্রথম একটা কম্বল পালাম। শীতে অনেক কষ্ট পাচ্ছিলাম। এবার এট্টু আরাম পাবানে।’
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা শাহেদ চৌধুরী, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লিটন সাঈদ, বর্তমান সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, ইসরাত শাহেদ, জাহানারা জ্যোতি, সাদিয়া তাবাসসুম প্রমুখ।
শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ২ লাখ টাকা অনুদান দেয় আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এই টাকা থেকে ২০০টি কম্বল কিনে আজ যশোরে বিতরণ করা হলো।
১৭ ডিসেম্বর থেকে এই পর্যন্ত প্রথম আলোর ত্রাণ তহবিলে ৯ লাখ ৯৬ হাজার ৯৬৮ টাকা জমা পড়েছে। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে ৮ লাখ ১০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে এসেছে ১ লাখ ২৬ হাজার ৯৬৮ টাকা। এ ছাড়া ইনার হুইল ক্লাব ঢাকা সানফ্লাওয়ার ৬০ হাজার টাকা দিয়েছে।
দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারেন আপনিও।
সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।
এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশান অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।