বরগুনায় নৌকার মিছিলে এসে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম
ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলায় নৌকার মিছিলে এসে অসুস্থ হয়ে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৬৫)। তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর আজ বেলা দুইটা থেকে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এর অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথের পক্ষে সন্ধ্যার পর মিছিলের আয়োজন করেন দলের নেতা-কর্মীরা। এতে অংশ নিতে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে একটি মিছিলসহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন। সেখানে আসার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসকিয়া সিদ্দিকাহ প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ব্যক্তি বয়স্ক ছিলেন। মিছিলে এসে অসুস্থবোধ করায় স্থানীয়ভাবে তাঁর রক্তচাপ মাপা হয়। রক্তচাপ কম থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথে তিনি স্ট্রোক করে মারা যান।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ নেতা আজিজুল হক স্বপন প্রথম আলোকে বলেন, নৌকার মিছিলের জন্য এলাকা থেকে লোকজন নিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসি। হঠাৎ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। এ সময় নেতা-কর্মীরা ফার্মেসি থেকে লোক ডেকে তাঁর রক্তচাপ পরীক্ষা করেন। এরপর নেতা-কর্মীরা তাঁকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামীকাল নুরুল ইসলামের দাফন সম্পন্ন হবে বলে জানান আজিজুল হক।