চরফ্যাশনে সাবেক সচিব মেজবাহ উদ্দিনের জনসংযোগে হামলা

মেজবাহ উদ্দিনের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে
ছবি: সংগৃহীত

সাবেক সচিব মেজবাহ উদ্দিনের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে সন্ধ্যায় মেজবাহ উদ্দিন সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বের হন। এ সময় তাঁর সঙ্গে ১৫০-২০০ জন কর্মী-সমর্থক ছিলেন। এর সঙ্গে যোগ হয় আরও স্থানীয় লোকজন। জনসংযোগ চলাকালে মেজবাহ উদ্দিনের পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। এ সময় পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এলোপাতাড়ি পিটিয়ে মেজবাহ উদ্দিনের কয়েকজন কর্মী-সমর্থককে আহত করা হয়। খবর পেয়ে চরফ্যাশন ও শশীভূষণ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করা হয়নি।

চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। মেজবাহ উদ্দিন যে এলাকায় এসেছেন, জনসংযোগ করছেন, বিষয়টি তাঁরা জানেন না।’

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মেজবাহ উদ্দিনের লোকজন তাঁর পক্ষে স্লোগান দিচ্ছিলেন, এ সময় হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলামের পক্ষে কয়েক শ মানুষ মিছিল বের করেন। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তবে পরিস্থিতি এখন শান্ত।