চাকরিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সাগরিকা সড়কের বিটাক মোড় এলাকা ট্রাকচাপায় ঝুমুর আক্তার (১৮) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে পাহাড়তলী থানার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

নিহত ঝুমুর আক্তার ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী এলাকায় ভাই ও ফুফুর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

পুলিশ জানায়, বিটাক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন ঝুমুর। আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় উল্টো দিক (সাগরিকা রোড) থেকে আসা একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। এতে ঝুমুর আক্তার গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা বলছেন।

ঘটনাস্থলে থাকা পাহাড়তলী থানার উপপরিদর্শক সুবীর বিক্রম প্রথম আলোকে বলেন, নিহত একজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবার কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে স্থানীয়রা বলছেন। তবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।