সাভারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪
ঢাকার সাভারে গত সোমবার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও তিনজনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত নিহত হওয়ার সংখ্যা দাঁড়াল ৩৪। সাভারের বিভিন্ন হাসপাতাল ও নিহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাদেক (২৭)। এ নিয়ে গত তিন দিনে এ হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষের ঘটনায় হাসপাতালটিতে ৯ জনের মৃত্যুর তথ্য রয়েছে। তাঁদের মধ্যে একজনের খাবার দোকান পুড়িয়ে দেওয়ায় ঘটনার আকস্মিকতায় স্টোক করে মারা গেছেন বলে জানা যায়। মৃত মো. ইসমাইলের (৭০) ভাতিজা বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া শ্রাবণ গাজী (২১) নামের এক তরুণের লাশ পাওয়া গেছে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, হাসপাতালটিতে মৃত অবস্থায় সোমবার ৯ জনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যের ইসমাইল ও শ্রাবণ গাজীও ছিল।
এদিকে আজ আশুলিয়া থানা এলাকার মরদেহগুলোর মধ্যে শিল্প পুলিশের দুজন সদস্যের লাশ রয়েছে বলে জানান স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আশুলিয়া থানা এলাকায় আমাদের কোনো সদস্য নিহত হননি। ঢাকা জেলা ডিএসবির দুজন সদস্য রয়েছেন। একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল।’