সাভারে বিছানার নিচে মিলল কোটি টাকার হেরোইন

ঢাকার সাভারে কোটি টাকার হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে ডিবির কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির সাভার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ডিবি পুলিশের দাবি, ওই হেরোইনের মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আশরাফ (৪০)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলা এলাকায় হলেও তিনি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। ওই ব্যক্তি পেশায় নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) হলেও এর আড়ালে করতেন মাদক ব্যবসা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রি করতে আসছিলেন আশরাফ। গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা (উত্তর) ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খানের নেতৃত্বে জয়নাবাড়ি এলাকা ভাড়া বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় কক্ষের ভেতরে খাটের বিছানার নিচে ছড়িয়ে থাকা সাদা পলিথিনে থাকা ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে এসব হেরোইন এনে সাভারে বিক্রির জন্য ভাড়া বাড়িতে এনে রেখেছিলেন আশরাফ। এ ঘটনায় সাভার মডেল থানায় আশরাফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।