কেরানীগঞ্জের এক কেন্দ্রের একটি কক্ষে এক ঘণ্টায় ভোট পড়েছে একটি

ঢাকা নবাবগঞ্জ উপজেলার সাদাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকেও ভোটারের তেমন উপস্থিতি ছিল নাছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের একটি কক্ষে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র একজন। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ৬ নম্বর নারী বুথে গিয়ে এই তথ্য পাওয়া গেছে।

৬ নম্বর নারী বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাবিকুন নাহার বলেন, এ বুথের নারী ভোটার ২৬৩ জন। ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। সকাল ৯টা ৫ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন একজন।

তবে পুরুষ ভোটারদের বুথে তুলনামূলক ভোট বেশি পড়েছে। ১ নম্বর পুরুষ বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ বুথে ভোটার ৬৯০ জন। এ পর্যন্ত ভোট দিয়েছেন ২০ জন।

রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহায়মিনুল হক প্রথম আলোকে বলেন, এ কেন্দ্রে ভোটার ৩ হাজার ১১২ জন। বৃষ্টির কারণে ভোটারদের আসতে সময় লাগছে।

কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ২২৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ৫১১টি বুথ স্থাপন করা হয়েছে। এ উপজেলায় ১২টি ইউনিয়নের ভোটার ৬ লাখ ১৪ হাজার ৭৮১ জন। এর মধ্যে ‍পুরুষ ভোটার ৩ লাখ ১৭ হাজার ১৭ জন ও নারী ভোটার ২ লাখ ৯৭ হাজার ৭৫৬ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। তাঁরা হলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ (আনারস প্রতীক) এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (কাপ-পিরিচ প্রতীক)।

শাক্তা ইউনিয়নের রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আজ সকাল সাড়ে আটটায় গিয়ে দেখা যায়, সেখানে তখন পর্যন্ত ২ নম্বর নারী বুথে ভোট দিয়েছেন ‍দুজন। একই কেন্দ্রের ৪ নম্বর পুরুষ বুথে ভোট দিয়েছেন ১৯ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আমানুল্লাহ বলেন, এ কেন্দ্রের ভোটার ২ হাজার ২৩৬ জন। বৃষ্টির কারণে সকাল থেকে ভোটাররা তেমন আসতে পারেননি। তবে বৃষ্টি থামতেই ভোটাররা আসতে শুরু করেছেন।

সকাল সোয়া নয়টার দিকে রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, ভোটকেন্দ্রের সামনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের সমর্থকেরা সারিবদ্ধভাবে চেয়ার নিয়ে বসে আছেন। কেন্দ্রটির ভোটার ২ হাজার ৫৪০ জন। সকাল নয়টা পর্যন্ত ২ নম্বর নারী বুথে ভোট দিয়েছেন ১৬ জন। আর ২ নম্বর পুরুষ বুথে ভোট দিয়েছেন ১১ জন। এ কেন্দ্রে কর্তব্যরত প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সকাল নয়টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ৩ শতাংশ।

ধর্মসুর এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে ভোটকেন্দ্রে এসে দেখি কোনো লোকজন নেই। কোনো সিরিয়ালেও দাঁড়াতে হয়নি। আসলে সাধারণ মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমে গেছে। এলাকাতেও ভোটের আমেজ নেই। রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই এখন মূল ভোটার। ভোটের দিন ভোর থেকেই তাঁরা কেন্দ্রে এসে বসে থাকেন।’

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন (তালা প্রতীক) বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন মিয়া বলেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেননি। কোনো প্রার্থী সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।