বোয়ালমারীতে এক ইউপি সদস্যের করা মামলায় অপর চারজন কারাগারে

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের করা প্রতারণা মামলায় অপর চার ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার এ আদেশ দেন।

ওই চার ইউপি সদস্য হলেন রুপাপাত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য খন্দকার আইয়ুব আলী (৪৮), দুই নম্বর ওয়ার্ড সদস্য মো. মুনজুরুল ইসলাম (৪০), তিন নম্বর ওয়ার্ড সদস্য রকিবুল বারি (৩৬) ও চার নম্বর ওয়ার্ডের খুরসিদুল বারি (৫২)।

আদালত সূত্রে জানা গেছে, মাসখানেক আগে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়াল মোল্লা (৬০) ওই চার ইউপি সদস্যের নামে প্রতারণার অভিযোগে মামলাটি করেন। আজ বেলা ১১টার দিকে চার আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন।

মামলায় অভিযোগ আনা হয়, ওই ইউপি সদস্য খুব একটা পড়ালেখা জানেন না। সরকারি সহায়তার কথা বলে তাঁর কাছ থেকে একটি কাগজে সই নেওয়া হয়। পরে জানা যায়, আসলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে ওই সই নেওয়া হয়েছে।

রুপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই চার ইউপি সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবদেন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।