চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৯টি এয়ারগান উদ্ধার

ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ির সদস্যরা সীমান্তের ৮৫-৮৬ পিলারের কাছ থেকে এয়ারগানগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত থেকে নয়টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ির সদস্যরা সীমান্তের ৮৫-৮৬ পিলারের কাছ থেকে এয়ারগানগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করেন।

আজ রোববার চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ভারত থেকে অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েক মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ৮৫-৮৬ পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। রাত ১১টার দিকে বিজিবি টহল দলের সদস্যরা এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন। এ সময় বিজিবির টহল দল ওই ব্যক্তিকে ধাওয়া করলে তিনি বস্তাটি ফেলে ভারতের সীমানায় পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা ওই বস্তার ভেতর থেকে তিনটি কার্টনে নয়টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার করেন। অস্ত্রগুলো উদ্ধারের পর তা ফুলবাড়ি সীমান্ত ফাঁড়িতে নেওয়া হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, অস্ত্রগুলো দর্শনা থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, আজ রোববার দুপুরে বিজিবির স্থানীয় একটি প্রতিনিধিদল আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছে।