চুয়াডাঙ্গায় জমিতে পড়ে ছিল কৃষকের গলাকাটা লাশ

লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি জমিতে পড়ে ছিল এক কৃষকের গলাকাটা লাশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ৫০ বছর বয়সী কৃষকের নাম মো. রাজ্জাক শেখ (রাজাই শেখ)। তিনি সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মৃত দেছের আলীর ছেলে। তিনি মূলত কৃষক ছিলেন। তবে গ্রাম্য কবিরাজ হিসেবেও পরিচিত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন মো. রাজ্জাক শেখ। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। স্বজনেরা খোঁজাখুজিও করেও তাঁর কোনো হদিস পাননি। পরে আজ শনিবার সকালে পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষি জমিতে তাঁর লাশ পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। কোনো বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের একাধিক দল এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।