যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড় শুরু হলে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে ঝড় শুরু হলে কিসমত নওয়াপাড়া এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।

এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘১৬ ঘণ্টা ধরে একটা এলাকা বিদ্যুৎবিহীন থাকল, কিন্তু বিদ্যুৎ বিভাগের কোনো মাথাব্যথা নেই। গ্রাহক হিসেবে আমরা জানতেও পারছি না যে কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কখন বিদ্যুৎ আসবে, তা–ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি। বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা বলে কিছু আছে, মনে হয় না।’

এদিকে বিদ্যুৎ না থাকায় বাড়ির ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ল্যাপটপ ও মুঠোফোনে চার্জও দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ আজ সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। সেটা পাল্টানোর জন্য আজ সকালে একটি ট্রান্সফরমার নিয়ে গেছেন বিদ্যুতের কর্মীরা। এই কাজে ১৬ ঘণ্টা লেগে গেল কেন, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।