নির্বাচনের সরঞ্জামবাহী ট্রাক ভাঙচুর, চালক আহত

ভাঙচুর হওয়া ট্রাক। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় পেকুয়া থানা চত্বরেছবি: প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে একটি ট্রাকে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ট্রাকের চালক আহত হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে বিএনএস শেখ হাসিনা ঘাঁটি সড়কের সাবেকগুলদি স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত ট্রাকচালকের নাম মো. এহেসান (৪০)। তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছৈয়দুল আলমকে। তিনি একটি ট্রাকে এসব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। ট্রাকটি সাবেকগুলদি এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক অতর্কিত লাঠি নিয়ে ট্রাকটিতে হামলা চালান। লাঠির আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে ফেলেন তাঁরা। এ সময় চালক এহেসান আহত হন।

আহত ট্রাকচালক মো. এহেসান। আজ সন্ধ্যায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
ছবি: প্রথম আলো

জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা ছৈয়দুল আলম প্রথম আলোকে বলেন, ‘ট্রাকে হামলার পর আমরা কেন্দ্রে না গিয়ে নির্বাচনী সরঞ্জাম নিয়ে থানায় উপস্থিত হই। সেখান থেকে পুলিশ ও বিজিবি আমাদের কেন্দ্রে পৌঁছার ব্যবস্থা করে।’

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘বিষয়টি শুনেছি। আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাঙচুর হওয়া গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, হরতাল-সমর্থক কিছু যুবক নির্বাচনী সরঞ্জামের গাড়ি ভাঙচুর করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।