ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেল চারটার দিকে ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসামদিয়া মহল্লার কয়েকজন তরুণের সঙ্গে ৮ নম্বর ওয়ার্ডের হোগলাডাঙ্গী সদরদী মহল্লার কয়েকজন তরুণের কথা-কাটাকাটি হয়। ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এর জের ধরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাসামদিয়া মহল্লার শতাধিক ব্যক্তি রামদা, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এসে হোগলাডাঙ্গী মহল্লার লোকজনের ওপর হামলা করেন। এর কিছুক্ষণ পর হোগলাডাঙ্গী মহল্লার লোকজন সংঘবদ্ধ হন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ দুই পক্ষের লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, সংঘর্ষ থামাতে পুলিশকে সাউন্ড গ্রেনেড, শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়েছে। পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।