কুড়িগ্রামে ঈদের ছুটিতে নাশকতার আশঙ্কায় গ্রামীণ ব্যাংকে পুলিশের পাহারা

কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় পুলিশ পাহারা দিচ্ছে। গতকাল শনিবার রাতেছবি : পুলিশের সৌজন্যে

কুড়িগ্রামে ঈদের ছুটিতে গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জেলার গ্রামীণ ব্যাংকের ৫২টি শাখাসহ অন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার আশঙ্কায় গত শুক্রবার রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সদর উপজেলায় ৮টি, উলিপুরে ৮টি, রাজারহাট ৬টি, নাগেশ্বরীতে ৮টি, ভূরুঙ্গামারীতে ৫টি, ফুলবাড়ীতে ৩টি, কচাকাটাতে ২টি, চিলমারীতে ৫টি, ঢুষমারা থানায় ১টি, চর রাজিবপুরে ১টি, রৌমারী থানায় ৫টিসহ মোট ৫২টি গ্রামীণ ব্যাংকের শাখায় পুলিশ পাহারা দিচ্ছে। প্রতিটি শাখায় ৮ জন করে পুলিশ সদস্য দায়িত্বে আছেন। পুলিশ সেখানে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। এ ছাড়া আনসার, চৌকিদার, দফাদার দিয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা আছে।

এ সম্পর্কে আজ রোববার সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটিতে জেলায় নাশকতার পরিকল্পনার একটি গোয়েন্দা তথ্য আমাদের কাছে আছে। তাই জেলার ৫২টি গ্রামীণ ব্যাংকের শাখায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পুলিশ পাহারা দিচ্ছেন। ঈদের ছুটির ১০ দিন পর্যন্ত এই ব্যবস্থা থাকবে।’