মতলব দক্ষিণে পুলিশের মামলায় আসামি বিএনপির ১৫০ নেতা-কর্মী, গ্রেপ্তার ১১ জন কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা ও নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। এই মামলায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত ১১ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর নাশকতা ও নাশকতার চেষ্টার অভিযোগে মতলব দক্ষিণ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ১৫০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মতলব দক্ষিণ থানায় এক পুলিশ কর্মকর্তা ওই মামলা করেন। মামলার পর ২৯ অক্টোবর থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন সময় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন খান, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর স্থানীয় বিএনপি নেতা শাহ গিয়াস ও শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা শহিদ মিয়াজী, যুবদল নেতা মো. শিপন ও মো. শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়াজী, বিএনপি নেতা জসিম ঢালীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে।

অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা ও পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ। রিপন বালা বলেন, নাশকতা ও নাশকতার চেষ্টার অভিযোগে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার ১১ জনকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই তাঁর দলের নেতা-কর্মীদের নামে ‘গায়েবি’ বা ‘মিথ্যা’ মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। গভীর রাতে পরিবারের সদস্যদের সামনেই তাঁদের তুলে নেওয়া হচ্ছে। এটি অন্যায় ও অমানবিক। সম্ভাব্য মামলা, গ্রেপ্তার বা পুলিশি হয়রানি এড়াতে তাঁর দলের নেতা-কর্মীরা ২০ দিন ধরে এলাকাছাড়া।আত্মগোপনে চলে গেছেন অনেকেই। গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানাচ্ছেন তিনি।