নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাঘপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে এক বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে হওয়া এক বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সাড়ে রাত ১০টার দিকে গোদনাইল বাঘপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাঘপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার (৩৩), তাঁর মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, রাত সাড়ে ১০টার দিকে টিনশেড ওই বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে আগুন ধরে যায় এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। আহত ছয়জনকে আশপাশের লোকজন উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের মধ্যে রহিমা বেগমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে সুখী আক্তারের ১৭ শতাংশ, জান্নাতি আক্তারের ১৫ শতাংশ ও ঋতু আক্তারের ১০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবেশীরা বলেন, রাতে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও ওই বাড়িতে আগুন ধরে যায়। এক নারী শরীরে আগুন নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। আশপাশের লোকজন ওই নারীসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দগ্ধ সুখী আক্তারের স্বজন রনি হাওলাদার সাংবাদিকদের বলেন, ১৬-১৭ দিন আগে সুখী আক্তারের সন্তান হয়। সুখীর সন্তানকে দেখতে স্বজনেরা তাঁর বাসায় গিয়েছিলেন। সুখীর স্বামী নূর মোহাম্মদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। নবজাতক সুস্থ আছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধ সবার নাকে এসেছে। গ্যাসের লাইন মেরামতের কাজ চলছিল। শৌচাগার থেকে সংযোগটি পয়োনিষ্কাশন সংযোগের আশপাশে। পয়োনিষ্কাশন সংযোগে দিয়ে গ্যাসটা ঘরে প্রবেশ করেছে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।