গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচ নির্মাণশ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের কাগদী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও তিনজন ভর্তি রয়েছেন।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা-পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণকাজে ব্যবহৃত কংক্রিট মিক্সার যন্ত্রবাহী গাড়িতে কয়েকজন শ্রমিক পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে কাঠামদরবস্ত রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।