শ্যামনগরে দখল করা জমি উদ্ধার ও মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার শ্যামনগরে ইজারার টাকা না দিয়ে উল্টো এক হাজার বিঘা মৎস্যঘের দখলের পর মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জমির মালিকেরা। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্যানডামিক ফিশারিজের মালিক ও সাবেক সচিব এ এম সাইদুর রহমান তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত করার চক্রান্ত করছেন। তিনি শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুমের সঙ্গে মিলে তাঁদের নানাভাবে হয়রানিসহ মিথ্যা মামলায় জড়িয়ে জমি থেকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর মৌজায় ৩১২ জন জমির মালিকের মোট ৩৫০ একর জমি রয়েছে, যা ১৯৯৫ সালে কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আবদুস সাত্তার মোড়লকে মাছ চাষ করার জন্য ইজারা দেওয়া হয়। ২০২০ সালে আবদুস সাত্তার মোড়লের কাছ থেকে সাইদুর রহমান মৎস্য প্রকল্প করার জন্য চুক্তিপত্র অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ওই জমি গ্রহণ করেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উল্লেখিত জমির মালিকেরা তাঁদের জমি আবদুস সাত্তার মোড়লের ছেলে এ এম এম সালাউদ্দীনের কাছে পরবর্তী পাঁচ বছরের জন্য ইজারা দেন।
জমির মালিকদের অভিযোগ, সাইদুর রহমানের ইজারার মেয়াদ ২০২৫ সালে ৩০ জুন শেষ হলেও তিনি তাঁদের জমি হস্তান্তর করছেন না। নতুন ইজারাগ্রহীতা এ এম এম সালাউদ্দীনকে প্রকল্পের কার্যক্রম চালাতে বাধা দিচ্ছেন। এ ছাড়া ১৬ জুলাই মাছ লুটসহ ভাঙচুরের অভিযোগে ৩০ জন জমিমালিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনের নামে শ্যামনগর থানায় মিথ্যা মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জমিমালিকেরা কর্তৃপক্ষের কাছে তাঁদের পৈতৃক জমি উদ্ধার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
প্যানডামিক ফিশারিজের মালিক এ এম সাইদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জমির মালিক দাবি করেন, যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা অসত্য তথ্য তুলে ধরেছেন। তিনি বন্দকাটি গ্রামের আবদুস সাত্তার মোড়লের কাছ থেকে ২০২০ থেকে ২০৩৫ সাল পর্যন্ত ইজারা নিয়েছেন বলে দাবি করেন। একটি চক্র দখল করার জন্য গ্রামবাসীকে দিয়ে তাঁর ঘেরের মাছ, অন্য জিনিসপত্রসহ তিন–চার কোটি টাকার সম্পদ লুট করেছে বলে তাঁর অভিযোগ। তিনি তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান।