কেরানীগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

ঢাকার কেরানীগঞ্জে ওয়ার্কশপ কারখানা থেকে উদ্ধার করা দুটি পিস্তল
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ওয়ার্কশপ কারখানার আড়ালে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি (গোয়েন্দা) পুলিশ। ওই কারখানায় অভিযান চালিয়ে দেশীয় দুটি পিস্তল এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন রিপন হোসেন (৩৫) ও মোহাম্মদ শাহীন (২৭)।

গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চরকালীগঞ্জ এলাকায় ওই কারখানায় অভিযান চালানো হয়। আজ সকালে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে দক্ষিণ কেরানীগঞ্জের মিম ইঞ্জিনিয়ারিং নামের একটি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটির লেদ মেশিনে দেশীয় অস্ত্র তৈরির সময় রিপন ও শাহীন নামের দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, লোহার পাতের ওপর কাগজের ফরমা বসিয়ে লেদ মেশিনে কেটে প্রথমে তৈরি করা হয় পিস্তলের যন্ত্রাংশ। এরপর টুকরা টুকরা যন্ত্রাংশের সঙ্গে ম্যাগাজিন সংযুক্ত করে চূড়ান্তভাবে তৈরি করা হতো দেশীয় পিস্তল। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তৈরি করা এসব অস্ত্র লিটন নামের এক ব্যক্তি অর্ডার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস দক্ষিণ) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবীবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর, জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রমুখ।