নরসিংদীতে দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওই ব্যবসায়ীর নাম কবির উদ্দিন (৩৬)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় শিবপুর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

কবিরের স্বজন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কবির গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ধনাইয়া ব্রিজ এলাকায় পৌঁছার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকালে ওই পথে চলাচলের সময় স্থানীয় কয়েকজন সেখানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে লাশটিকে শনাক্ত করেন। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত কবির উদ্দিনের শরীরে ধারালো অস্ত্রের ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে তাঁর বাঁ পাঁজরের নিচে, কোমরের পেছনে ও বুকের ডান পাশের আঘাত ছিল গুরুতর। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন জানান, বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীকে কে বা কারা উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে। হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।