বরিশালে তিন দিনে ৬ ডেঙ্গু রোগীর মৃত্যু, আক্রান্ত ১০ হাজার ছাড়াল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী বাড়ছে
ফাইল ছবি

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন দিনে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত রোববার চারজন এবং সোম ও মঙ্গলবার একজন করে মারা যান। এ নিয়ে বিভাগে ২৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৩৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৮৫।

আরও পড়ুন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। গত তিন দিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি একজন ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন নারী এবং দুজন পুরুষ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বরিশাল নগরের সাগরদি এলাকার বাসিন্দা মমিনুল ইসলাম (৮০) গতকাল সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতেই তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে সাকিনা বেগম (৭৫) নামের আরেক নারীর মৃত্যু হয়। তাঁর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।

বরিশালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। বুধবার নগরের সদর রোডে
ছবি: প্রথম আলো

এ ছাড়া রোববার মারা যাওয়া ব্যক্তিরা হলেন ভোলার আলীনগর গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম (৬০), বরগুনা সদরের গৌরিচন্না গ্রামের আবদুল ওহাব (৯১), বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা কৌশিলা রানী ও ভোলার পশ্চিম ইলিশা এলাকার সোনিয়া আক্তার (২৩)। বিভাগে মারা যাওয়া ২৪ ডেঙ্গু রোগীর মধ্যে ১৬ জনই নারী আর বাকি ৯ জন পুরুষ। তাঁদের সবাই গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে ২৪ ঘণ্টায় বিভাগে ২৩৮ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৮৫। এর মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৭০ জন চিকিৎসাধীন। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫৭ জন।

জুনে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে শুরু করে বরিশালে। জুলাইয়ে তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। আর আগস্টের শুরু থেকেই তা ভয়ংকর রূপ নেয়। বিভাগে মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৪ জনই চলতি আগস্টে মারা গেছেন। চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী ছিল মাত্র ৪৩৩। মৃত্যু হয়েছিল দুজনের। অথচ আগস্টের প্রথম ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৫৯৯ রোগী। মারা গেছেন ১৪ জন। জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন ৪ হাজার ৮৬৭ জন। এক মাসে মৃত্যু হয়েছিল ৯ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আগের কয়েক বছর আমরা দেখেছি বিভাগে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের ঢাকাসহ বড় শহরে ভ্রমণের ইতিহাস ছিল। এবার শুরুতে তা থাকলেও জুলাই থেকে স্থানীয়ভাবে আক্রান্ত হওয়া রোগীরাই হাসপাতালে আসছেন। চলতি মাসে আক্রান্ত ও মৃত্যু ভয়াবহ আকার ধারণ করেছে।’