মিরসরাইয়ে ৫ বছর পর মাইক লাগিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি

দীর্ঘ পাঁচ বছর পর মাইক লাগিয়ে দলীয় কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দীর্ঘ পাঁচ বছর পর মাইক লাগিয়ে বড় জমায়েত করে দলীয় কর্মসূচি পালন করছে বিএনপি। দলীয় বিভাজন, প্রতিপক্ষের হামলা-মামলাসহ নানা কারণে এত দিন বড় পরিসরে কোনো কর্মসূচি পালন করতে পারেননি বলে অভিযোগ দলটির স্থানীয় নেতাদের।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ উপলক্ষে মিরসরাই উপজেলা সদরে পথসভার আয়োজন করেছে বিএনপি। এ রোডমার্চে থাকা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ অন্য নেতারা পথসভায় বক্তব্য দেবেন। দুপুরের দিকে রোডমার্চের বহর মিরসরাই উপজেলা সদরে এসে পৌঁছার কথা। মিরসরাইয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে চট্টগ্রাম শহরের কাজির দেউড়িতে রোডমার্চটি শেষ হবে।

আরও পড়ুন

রোডমার্চের এ কর্মসূচি সফল করতে বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতা-কর্মী এসে মিরসরাই সদরের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। এ কর্মসূচি ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল নয়টায় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে রোডমার্চ কর্মসূচি সফল করতে উপজেলা সদরে এসেছেন উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, অনেক দিন পর উপজেলায় প্রকাশ্যে বিএনপির এত বড় দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

দলীয় রোডমার্চ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার মিরসরাই সদরের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর আমরা মাইক লাগিয়ে কর্মসূচি পালন করতে পারিনি। আজ এমন কর্মসূচিতে এসে নেতা-কর্মীরা আপ্লুত। সরকার পতনের দাবিতে করা কুমিল্লা-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি সফল করতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার নেতা-কর্মী এসে উপস্থিত হয়েছেন। সরকারের পতন ঘটাতে এখন থেকে রাজপথে থাকব আমরা।’