নড়াইলে তিলখেতে পড়ে ছিল মানুষের মাথার খুলি, হাড়গোড় ও জামাকাপড়

নড়াইলের লোহাগড়া উপজেলায় মানুষের মাথার খুলি, হাড়গোড় উদ্ধারের খবরে ঘটনাস্থলে ভিড় করেছেন উৎসুক মানুষ। আজ রোববার দুপুরে উপজেলার কোলা এলাকায়ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি তিলখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথার খুলি, চুল, হাড়গোড় ও জামাকাপড় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। তবে এগুলো কার শরীরের অংশ, তা এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকার একটি বিলে তিল কাটতে যান স্থানীয় কয়েকজন কৃষক। কাজ করার সময় তাঁরা খেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড়গোড়, লম্বা চুল ও নারীর দেহের জামাকাপড় দেখতে পান। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। পরে খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খুলি, হাড়গোড়, চুল ও জামাকাপড় উদ্ধার করে নিয়ে যায়।

লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লম্বা চুল আর উদ্ধার করা জামাকাপড় দেখে মনে হচ্ছে, এটি কোনো নারীর কঙ্কাল। তবে নিশ্চিতভাবে তা বলা যাচ্ছে না। উদ্ধার করা হাড়গোড় ও মাথার খুলি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হবে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষারও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন উপায়ে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।