নরসিংদীতে উদ্ধার হওয়া পাঁচটি অস্ত্র থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল এবং ডাকাতদের ফেলে যাওয়া তিনটি একনলা বন্দুক উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
আজ রোববার দুপুরে শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনাক্যাম্পে ৫টি অস্ত্র ও ২৬টি রাবার বুলেট হস্তান্তর করা করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে উদ্ধার করা এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালির হাট এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শটগান এবং ১৬ আগস্ট রাত ১০টার দিকে একই ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে সেনাক্যাম্পের দুটি বিশেষ টহল টিম। উদ্ধার করা দুটি অস্ত্রই নরসিংদী কারাগার থেকে লুট হয়েছিল।
এ ছাড়া ১১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সেনাক্যাম্পের একটি বিশেষ টহল টিম রায়পুরা থানার দিকে যাচ্ছিল। মেথিকান্দা এলাকা অতিক্রমের সময় পার্শ্ববর্তী একটি সড়কে দেশি অস্ত্রসহ এক দল ডাকাতকে যেতে দেখে ওই টহল টিম। পরে ওই ডাকাত দলকে ঘেরাওয়ের চেষ্টার সময় সেনাসদস্যদের দেখে বিভিন্ন স্থানে তিনটি দেশি একনলা বন্দুক রেখে তারা পালিয়ে যায়। ওই সময় উদ্ধার হওয়া একনলা বন্দুক তিনটি জব্দ করে সেনাক্যাম্পে নিয়ে আসেন সেনাসদস্যরা। ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী বড় বাজার মসজিদের পেছনে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২৬টি রাবার বুলেট উদ্ধার করেন সেনাসদস্যরা।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ‘গত ১০ দিনে সেনাবাহিনীর হাতে উদ্ধার হওয়া ৫টি অস্ত্র ও ২৬টি গুলি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে দুটি কারাগার থেকে লুট হওয়া, অন্য তিনটি ডাকাতদের ফেলে যাওয়া।’