টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে ২ যুবক নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালী পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৭ বছর। পরে তাঁদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী বাজার মিতালী ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাঁরা একটি বাসে উঠে যাত্রীদের মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করেন। বিষয়টি দেখে ফেলেন স্থানীয় লোকজন। পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে হাত-পা বেঁধে পিটুনি দিয়ে মাথার চুল কেটে দেন। একপর্যায়ে তাঁদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, মূলত ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই দুই যুবককে পিটুনি দেন। তাঁদের মাথার চুল কেটে দেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম–পরিচয় নিশ্চিত হতে পারেনি। কে বা কারা তাঁদের গণপিটুনি দিয়েছেন, তদন্ত করে দেখা হবে।