প্রথমবারের মতো নারী মেয়র পেল মুন্সিগঞ্জ পৌরসভা

চৌধুরী ফাহরিয়া আফরিন
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। মুন্সিগঞ্জ পৌরসভায় তিনিই প্রথম নারী মেয়র হলেন।

চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালের স্ত্রী। তিনি জগ প্রতীক নিয়ে ২১ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাতাব উদ্দিন নারিকেলগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৬১০ ভোট। মাহাতাব মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এর গত সংসদ নির্বাচনে অংশ নিতে পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ ফয়সাল। এতে মেয়র পদটি শূন্য হয়ে যায়। পরে আজ শনিবার এ পৌরসভায় উপনির্বাচন হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভার ২৫টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটার তাজনুর আক্তার। এবারই প্রথম তিনি পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন। পৌরসভায় নারী মেয়র পেয়ে খুশি তিনি। আজ সন্ধ্যায় তাজনুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রথমবার একজন নারীকে, নারী হিসেবে ভোট দিয়েছি। সে ভোটে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। খুব ভালো লাগছে। নারীরা যেসব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সব জায়গায় তাদের জয়গান বাজছে, মুন্সিগঞ্জ পৌরসভায় নারী মেয়র নির্বাচিত হওয়া তার একটি দৃষ্টান্ত। একজন নারী হিসেবে তাঁর জয়ে আমি গর্বিত।’

মুন্সিগঞ্জ মহিলা পরিষদের সহসভাপতি হামিদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ চৌধুরী ফাহরিয়া আফরিনের জয়ে নারীরা উজ্জীবিত। নারীদের এ জয়ের ধারা অব্যাহত থাকবে। মেয়র নির্বাচনে এসে তিনি পৌরসভাকে দেশের মধ্যে একটি মডেল পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি করেছিলেন। আমরা আশা করব, তিনি তা করবেন।’

নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন বলেন, ‘মানুষ যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, সেভাবে কাজ করব। মুন্সিগঞ্জ পৌরসভাকে সেবার দিক থেকে দেশে অন্য পৌরসভাগুলোর জন্য অনুকরণীয় করব। আমার স্বামী পৌর মেয়র ছিলেন। মেয়র হিসেবে তিনি পৌরসভায় ব্যাপক কাজ করেছেন। তিনি কিছু কাজ অসমাপ্ত রেখে গেছেন, সে কাজগুলো সম্পন্ন করব।’

চৌধুরী ফাহরিয়া আফরিন আরও বলেন, ‘পৌরসভার বাসিন্দারের জন্য সুপেয় পানি ব্যবস্থা করব। রাস্তাঘাট নির্মাণ করব। জন্মসনদ, নাগরিক সনদসহ যেকোনো নাগরিক সেবা পেতে পৌরসভা এসে কাউকে কোনো ভোগান্তি পড়তে না হয়, সেটিই থাকবে আমার মূল লক্ষ্য। নারীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেব।’

১৯৭২ সালের ২২ জানুয়ারি এ পৌরসভা সৃষ্টি হয়। এটি ক শ্রেণির পৌরসভা। ৫২ বছরের ইতিহাসে এবারই প্রথম একজন নারী মেয়র পেল পৌরবাসী।