কলাপাড়ায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ৪

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্বাচন–পরবর্তী সহিংসতায় চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা এলাকায় বাসস্ট্যান্ড–সংলগ্ন খান আবাসিক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মোকসেদ, সাইমুন ইসলাম, সাকিব ও বাইজিদ। তাঁরা ঘোড়া প্রতীক নিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারের সমর্থক বলে জানা গেছে।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার এ ঘটনার জন্য দোয়াত কলম প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামানের ছেলে টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান ওরফে শিমু মীরা এবং তাঁর কর্মীদের দায়ী করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিজয়ী মোতালেব তালুকদারের এতিমখানা সড়ক এলাকার বাসভবনে গিয়ে তাঁর কয়েকজন সমর্থক তাঁর সঙ্গে দেখা করেন। এরপর ওই সমর্থকেরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বাসভবন থেকে বের হয়ে যাঁর যাঁর বাড়িতে ফিরছিলেন। কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড–সংলগ্ন চৌরাস্তা এলাকার খান আবাসিক হোটেলের সামনে পৌঁছালে সৈয়দ মশিউর রহমানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের সবার হাতে রামদা, ছেনা, লোহার রডসহ লাঠিসোঁটা ছিল। মোতালেব তালুকদারের সমর্থকদের পথ আগলে রামদা-ছেনা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে মোকসেদ, সাইমুন, সাকিব ও বাইজিদ গুরুতর আহত হন। এ ঘটনার পর হামলাকারীরা চলে গেলে ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। তবে এর মধ্যে গুরুতর জখম হওয়া মোকসেদ ও সাইমুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাকিব ও বাইজিদকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত। এ ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’