পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষ, পিস্তল-চায়নিজ কুড়ালসহ আটক ২

চট্টগ্রামের পাহাড়তলীতে অস্ত্রসহ পুলিশের হাতে আটক দুই যুবকছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরিসহ দুজন ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন নগরের হালিশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৪) ও কুমিল্লার নাঙ্গলকোটের মো. সজল (২৪)। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে পাহাড়তলীর জাবেদ গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নগর পুলিশের পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মো. মঈনুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদসহ পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায়। এ সময় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চায়নিজ কুড়ালসহ দুজনকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী নিজেকে এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা পরিচয় দেন। যদিও তাঁর পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে অপর পক্ষের নেতৃত্বে থাকা জাবেদ এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবসা করেন। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এরপর তাঁদের আদালতে সোপর্দ করা হবে।