টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত

বিআরটি প্রকল্পের ক্রেনটি উল্টে রাস্তার পাশের দোকানের ওপর পড়ে। শনিবার বিকেলে টঙ্গীর মন্নুগেট এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর মন্নু গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারও কোনো গাফিলতি ছিল কি না, সেটি তদন্ত করতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন মো. জামান (৫১), দেলোয়ার হোসেন (৩০) ও ৮ বছর বয়সী শিশু দীন মোহাম্মদ। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা। এর মধ্যে শিশু দীন মোহাম্মদ মাথায় আঘাত পেয়েছে। বাকিরা হাতে ও পিঠে আঘাত পান। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণত কোথাও ক্রেন দিয়ে কাজ করতে হলে তাঁদের কাছ থেকে অনুমতি নিতে হয় বা তাঁদের জানানো হয়। কিন্তু আজ ক্রেন দিয়ে কাজ করার ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। এ ঘটনায় কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে ইতিমধ্যে তাঁরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা বা ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করে দেখা হবে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলছে। আজ বিকেলে টঙ্গীর মন্নু গেট এলাকায় একটি বিশাল ক্রেন দিয়ে উড়ালসড়কের রড ওঠানোর কাজ করা হচ্ছিল। রাস্তার পাশেই ছিল কয়েকটি দোকান ও বস্তিঘর। বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ক্রেনটি রডসহ আড়াআড়িভাবে রাস্তার পাশের দুটি দোকানের ওপর উল্টে পড়ে। এ সময় ক্রেনের আঘাতে এবং তাড়াহুড়া করে দোকান থেকে বের হতে গিয়ে তিনজন আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় ঢাকামুখী সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে পড়ায় কিছুক্ষণ ঢাকামুখী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মন্নুগেট এলাকায়
ছবি: সংগৃহীত

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক তাপস কুমার প্রথম আলোকে বলেন, ক্রেনটি রডসহ পাশের কয়েকটি দোকানের ওপর উল্টে পড়ে। এ সময় দোকানে থাকা তিনজন আহত হন। তিনি বলেন, ক্রেনটি সরাসরি কারও ওপরে পড়েনি। দোকান থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে বা ভয়ে ছোটাছুটির কারণে তাঁরা আহত হন।

মো. কামাল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ক্রেনটি সড়কের ঠিক মাঝে রেখে কাজ করছিল। এক পাশে ঢাকামুখী সড়ক ও অন্য পাশে ময়মনসিংহমুখী সড়ক। রডের ভার সামলাতে না পেরে হঠাৎ ক্রেনটি কাত হয়ে পাশের দোকানের ওপর পড়ে যায়। এ সময় মানুষজন ছোটাছুটি শুরু করলে কয়েকজন আহত হন। ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি প্রাইভেট কারের ওপর গার্ডার ধসে পাঁচজন নিহত হয়েছিলেন। এরপর দীর্ঘদিন প্রকল্পের কাজ বন্ধ ছিল।