ময়মনসিংহে ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সংবাদ বর্জনের ঘোষণা

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে স্মারকলিপি দিচ্ছেন ময়মনসিংহের সাংবাদিক নেতারা। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহে সাফজয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পেশাগত কাজে বাধা দেওয়ার প্রতিবাদে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

আজ সোমবার বিকেলে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরাবর স্মারকলিপি দেন।

গত ২৯ সেপ্টেম্বর সাফজয়ী ৮ নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হেনস্তা ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের সময় বেসরকারি এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সাংবাদিকদের হেনস্তা করা হয়। ওই সময় এখন টেলিভিশনের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ফুটবলাররা সার্কিট হাউসে পৌঁছানোর পর তাঁদের সাক্ষাৎকার নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এমন আচরণ করেন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে ১০টি সাংবাদিক সংগঠনের নেতারা যৌথ সভা করেন। সভায় জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সব সংবাদ বর্জন এবং প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বিকেলে স্মারকলিপি দেওয়ার সময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ মহিউদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এনসিজেএ) সভাপতি হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।