দীঘিনালায় মাইনী নদীতে নৌকা ডুবে নারীর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে নৌকা ডুবে পুষ্পলেকা চাকমা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।

পুষ্পলেকা চাকমা বোয়ালখালী (সদর) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম ভারত মোহন চাকমা।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে পুষ্পলেকা চাকমাসহ কয়েকজন ব্যক্তি বড়াদম বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় মাইনী নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পুষ্পলেকা চাকমা পানিতে তলিয়ে যান। পরে তাঁকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা শিউলী চাকমা প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পুষ্পলেকা চাকমা মারা যান। তাঁকে সকাল ৮টা ৩৫ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।