বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ২

অভিযানের সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: প্রথম আলো

বগুড়া সদরের একটি চালকলের গুদাম থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১৫৫ বস্তা (৪৬৫০ কেজি) চাল জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার শেষ রাতের দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলনগর এলাকায় চালকলটিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন গুদামের ভাড়াটে ফেরদৌস ও চাল ব্যবসায়ী মোখলেছার রহমান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলনগর এলাকার মেসার্স সেমি অটোরাইস মিল অ্যান্ড কালার শার্টার নামে চালকলের মালিক সুলতান মাহমুদ। তাঁর কাছ থেকে গুদাম ভাড়া নিয়েছেন ফেরদৌস ও আলম হোসেন নামের দুজন। তাঁরা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় চাল বিক্রির সঙ্গে জড়িত দুজনকে।

এ ঘটনায় বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নূর জাহিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সেই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অপর আসামি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের বাসিন্দা ও সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার আলম প্রামাণিক পলাতক আছেন।