বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে এক কিশোর অটো ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার কাতলাহার বিলের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। আরিফ (১৪) নামের ওই কিশোর উপজেলার রানীরপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে।

গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার বলেন, আরিফ গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সোমবার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। আজ দুপুরের দিকে কালাহার বিলে অজ্ঞাতনামা কিশোরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে এটি আরিফের লাশ বলে শনাক্ত করে। পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলে জানান তিনি।