কমলগঞ্জে ৬ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ

আটক
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছয় রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন মোহাম্মদ শাহা (১৯), নূর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪) ও উমায়ের (৪)। তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুবপালং রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে পালিয়ে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের পাশে কৃষিজমিতে দুজন পুরুষ, দুজন নারী ও দুই শিশুকে দেখেন স্থানীয় লোকজন। কথাবার্তায় সন্দেহ হলে তাঁদের আটকে রেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। এ সময় তাঁদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। পরে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার কমলগঞ্জ থানার পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম প্রথম আলোকে বলেন, দালালের সাহায্যে সম্ভবত তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। আটক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, তাঁরা সিলেটে মাজার জিয়ারত করার উদ্দেশে এসেছিলেন। এর আগেই তাঁরা স্থানীয় ব্যক্তিদের কাছে আটক হলেন। তাঁদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।