সোমেশ্বরী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বাল্কহেড ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া উজ্জ্বল হোসেনের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামের সামনে থেকে পুলিশ ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।

উজ্জ্বল হোসেন ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে সোমেশ্বরী নদীর রামবাড়ি এলাকায় বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নদীতে পড়ে উজ্জ্বল হোসেন নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানে গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে গাঁওকান্দিয়ার আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে সোমেশ্বরী নদীর রামবাড়ি এলাকায় বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা নদীতে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন অন্যদের উদ্ধার করলেও উজ্জ্বল হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। আজ সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে উজ্জ্বলের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আজ সকালে নিখোঁজ উজ্জ্বল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।