অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেট জেলার মানচিত্র

সিলেটে জকিগঞ্জ উপজেলায় অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম নিশান ভৌমিক (২৯)।

রোববার সকাল সাড়ে আটটার দিকে বিজিবির জকিগঞ্জ আয়ুরগ্রাম বিওপিতে এ ঘটনা ঘটে। নিশান ভৌমিক নোয়াখালী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপিতে কয়েকজন বিজিবি সদস্য অস্ত্রের ‘মেকসেফ ড্রিল’ অনুশীলন করছিলেন। এ সময় অস্ত্রের চেম্বারে গুলি থাকা অবস্থায় কীভাবে বন্দুক আনলোড করতে হয় তা শেখানো হচ্ছিল। একপর্যায়ে এক বিজিবি সদস্য ১০টি গুলি নিয়ে ম্যাগাজিন লোড করেন। এতে কয়েকটি ফায়ার হয়ে যায় এবং পাশে অবস্থানরত নিশান ভৌমিকের গায়ে দুটি গুলি লাগে।

বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ওই হাসপাতালে নেওয়া পথে অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেট বিজিবি ১৯ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী প্রথম আলোকে বলেন, অনুশীলনের সময় এক বিজিবি সদস্য দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, নিশান ভৌমিকের লাশ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।