ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় মারা গেলেন বৃদ্ধা
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে ভোট দিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন আয়েশা বেগম নামের এক বৃদ্ধ। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রোববার বেলা দুইটার দিকে লক্ষ্মীপুর-২ আসনের রাখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আয়েশা বেগম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে রাখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান আয়েশা বেগম। নারীদের লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তিনি নিজের ভোট দেন। ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ পড়ে যান আয়েশা। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান। পরে স্বজনেরা লাশ হাসপাতালে না নিয়ে বাড়িতে চলে যান।
লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বলেন, ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার সময় তিনি পড়ে যান। ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
রাখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুন্নবী ইমরান বলেন, ওই বৃদ্ধা স্বাভাবিকভাবে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান। এ সময় হঠাৎ কেন্দ্রের পাশে তিনি ঢলে পড়ে মারা যান। ঘটনাটি সবাইকে শোকাহত করেছে।