মায়ের কোলে করে বাবার ভ্যানে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
বাবা ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। মা অসুস্থ ছেলেকে কোলে নিয়ে ভ্যানে বসে যাচ্ছিলেন কবিরাজের বাড়িতে। আজ মঙ্গলবার সকাল আটটায় বাঘা উপজেলার দিঘা আঠালিয়া এলাকায় বালুবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। মা ও ছেলে পড়ে যান ট্রাকের চাকার নিচে। ঘটনাস্থলেই শিশু জামিল হোসেনের (৫) মৃত্যু হয়।
মা রওশন আরা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালক প্রণব কুমার (৪০) ও তাঁর সহকারী হাসানকে (২৫) আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে পুলিশ বাঘা থানায় নিয়ে গেছে।
নিহত শিশুটির বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামে। তার বাবার নাম মুঞ্জিল হোসেন। তিনি ভ্যানচালক। নিজের ভ্যানে করে ছেলেকে নিয়ে কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন।
মুঞ্জিল হোসেন বলেন, রমজানের প্রথম দিন ভাই-বোন বাড়িতে খেলতে গিয়ে জামিল গলায় আঘাত পায়। তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ছেলে সুস্থ হচ্ছে না দেখে এলাকার লোকজনের পরামর্শে তিনি নাটোরের লালপুর উপজেলার গোবরগাড়ি গ্রামে কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।