দাউদকান্দিতে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৫

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। রোববার দুপুরেছবি: প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহানন্দ এলাকায় ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন অটোরিকশাটির চালক দাউদকান্দির দরদখোলা গ্রামের মো. ইসমাইল হোসেন (৩০), পল্লী সঞ্চয় প্রকল্পের মাঠ কর্মকর্তা দক্ষিণনগর গ্রামের পিযুষ কুমার মণ্ডল (৩১), বায়নগর কওমি মাদ্রাসার ছাত্র আনুয়াখোলা গ্রামের মো. শফিউল্লাহ (২৩), শফিউল্লাহর মা জাহানারা বেগম (৬৫) ও দক্ষিণনগর গ্রামের বাসিন্দা মো. মনিরুজ্জামান (৩৫)।

আহত দুজন হলেন দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫)। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, কচুয়াগামী কাভার্ড ভ্যান ও আমিরাবাদগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। লাশগুলো পুলিশের হেফাজতে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীলিমা আলম বলেন, নিহত পাঁচজনের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আহত শরীফের মুখ ও মাথা থেঁতলে গেছে আর সাদিয়ার হাত ভেঙে গেছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।