ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের বিরোধে গুলিবিদ্ধ একজন আইসিইউতে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আজ রোববার সকালে নবীনগরের এই গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন গুলিবিদ্ধ হন।
আইসিইউতে থাকা ওই তরুণের নাম ইয়াছিন মিয়া (২০)। তিনি নবীনগর উপজেলার আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি একটি হোটেলের কর্মচারী।
রোববার রাত পৌনে ১০টার দিকে ইয়াছিনের ভাই শাহীন মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ইয়াছিন ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে আছেন। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সংশোধনী
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক রোববার বিকেল ৪টা ৫১ মিনিটে প্রথম আলোকে বলেছিলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়েছে। তবে পরে জানা যায়, তিনি বেঁচে আছেন।
এ বিষয়ে পিয়াস বসাক রাতে প্রথম আলোকে বলেন, ‘ইয়াছিনের পরিবারের লোকজন বিকেলে নিশ্চিত করেছিল যে সে মারা গেছে। আমরা সেভাবে প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন স্যারদের কাছে পাঠিয়েছি। তবে রাত সোয়া নয়টা থেকে সাড়ে নয়টার দিকে আমরা জানতে পারি ইয়াছিন বেঁচে আছে।’