বসতঘর থেকে দুই মাসের ছেলেকে চুরি

ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া শিশু আজান
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার একটি বসতঘর থেকে দুই মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম আজান। সে নারায়ণগঞ্জের পাগলা এলাকার মো. শরীফ হোসেনের ছেলে। আজান জন্মের কয়েক দিন আগে থেকে শরীফের স্ত্রী শ্রাবণী বেগম মিরকাদিমের গোপালনগর এলাকার বাবার বাড়িতে ছিলেন।

চুরি হওয়া শিশুটির মামা মো. মুক্তার হোসেন বলেন, আজ সকালে শ্রাবণী তাঁর দুই মাসের ছেলে আজানকে বসতঘরের খাটে ঘুমন্ত অবস্থায় রেখে শৌচাগারে যান। এ সময় বাড়ির অন্যান্য লোকজনও ঘরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর শ্রাবণী ঘরে এসে দেখেন, তাঁর ছেলে নেই। চুরি হয়ে গেছে।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় দুপুরে লিখিত অভিযোগ করেছেন মো. মুক্তার হোসেন।

আজানের বাবা শরীফ হোসেন বলেন, তিনি একজন ট্রাকচালক। তাঁকে বাড়ির বাইরেই বেশি সময় থাকতে হয়। দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন শ্রাবণীকে। সন্তান জন্মের কয়েক দিন আগে গোপালনগরে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন স্ত্রীকে। এখানেই আজানের জন্ম হয়। বৃহস্পতিবার সকালে গাড়ি চালাচ্ছিলেন তিনি। পরে শুনতে পান, তাঁর ছেলেকে কেউ চুরি করে নিয়ে গেছে।

শরীফ হোসেন আরও বলেন, ‘শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আজান আমাদের প্রথম সন্তান। খুব আদরের ছেলেকে পরশু দিন শেষবার দেখেছিলাম। আমি ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান প্রথম আলোকে বলেন, ওই মা ঘর থেকে বের হওয়ার চার–পাঁচ মিনিটের মধ্যেই বাচ্চাটি নিখোঁজ হয়। বাচ্চাটি কেন, কীভাবে নিখোঁজ হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।