দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্দশা থাকবে না: বিএন‌পি নেতা আবদুল কাইয়ুম

সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ। আজ শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জের নূরপুরে
ছ‌বি: প্রথম আলো

মানুষের পেটে খাবার নেই, মুখে কথা নেই। মানুষ অনাহারে-অর্ধাহারে রমজান মাস অতিবাহিত করেছে। লোডশেডিংয়ের কারণে মানুষ মোমবাতি জ্বালিয়ে ইফতার ও সাহ্‌রি করেছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে মানুষের এমন দুঃখ-দুর্দশা থাকবে না।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুরে আজ শুক্রবার বিকেল চারটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান ছুফি চৌধুরী সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ।

আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীসহ দেশের শত শত মানুষ আজ নিখোঁজ। গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ গৃহন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারছেন না।’

বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম, সাদিকুর রহমান, সহসাধারণ সম্পাদক সাজু আহমদ খান, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল গনি, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্যসচিব মুছা রাজা, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক জামাল আহমদ, উপজেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক সজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফুয়াদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিবুল হাসান, দাহিরুল করিম, শাহীন আহমদ, জুবেদ আহমদ প্রমুখ।