উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার কৃষক লীগ নেতা নুরুল আনোয়ারছবি সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আনোয়ার (৫৫)। তিনি উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া গ্রামের মৃত আবদুস ছাত্তারের পুত্র এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারী।

থানা সূত্র জানায়, ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত বছরের ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় নুরুল আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার মামলায় নুরুল আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।