নোয়াখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ঢাকা অভিমুখী একুশে পরিবহন নামে একটি একটি চলন্ত যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নোয়া কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করা যায়নি।

একুশে পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সামছুদ্দিন মাহমুদের ভাই অহিদ উদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বেলা সোয়া ১১টার দিকে তাঁদের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে সোনাপুর বাসস্ট্যান্ড থেকে মাইজদীর দিকে ছেড়ে আসে। শহরের নোয়া কনভেনশন হল এলাকা অতিক্রমকালে হঠাৎ বাসটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসের তিনটি কাচ ভেঙে যায়। ভেতরে থাকা পাঁচজন যাত্রী কমবেশি আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি জানানোর পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা নোয়া কনভেনশন হলের পাশের একটি একটি শাখা সড়ক থেকে এসে যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাসের তিনটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।