নরসিংদীতে মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিলমান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার মৃত রজব আলীর ছেলে আবদুর রহমান (৭০) ও মাধবদীর ফকিরকান্দি এলাকার মৃত আবু হানিফ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৫৮)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পাঁচদোনা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে সাহেপ্রতাব গোলচত্বরের দিকে রওনা হয়। বেলা দেড়টার দিকে অটোরিকশাটি শীলমান্দী এলাকা অতিক্রম করছিল। ওই সময় ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হন।

আশপাশের লোকজন ওই দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পথেই ওই দুজনের মৃত্যু হয়। এ বিষয়ে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার ওই দুজনকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ হাসপাতালটির মর্গে রাখা আছে।’

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। জানতে চাইলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক কবির হোসেন ভূঁইয়া জানান, ট্রাকের চাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে নিহত ব্যক্তিদের স্বজনরা হাসপাতালে এসেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ট্রাকের চালক ও সহকারী পালিয়েছেন।