সদ্য সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়ে পরে বাতিল ইসির

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়াকে প্রকাশ্যে হুমকির ঘটনায় আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলার যে নির্দেশ নির্বাচন কমিশন (ইসি) দিয়েছিল, তা বাতিল করেছে। নাসিরনগর থানায় মামলাটি নথিভুক্ত হওয়ার দুদিন পর গতকাল মঙ্গলবার রাতে আগের চিঠির আদেশ বাতিল করতে নতুন চিঠি পাঠায় ইসি। চিঠিতে বি এম ফরহাদ হোসেনকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল মামলার আদেশ প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। মামলার বিষয়ে আগের পাঠানো চিঠি বাতিল করেছে কমিশন। এর আগে গত রোববার ইসির নির্দেশে মামলা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নৌকার প্রার্থী ছিলেন ফরহাদ হোসেন। তাঁকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান (কলার ছড়ি)।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর বিকেলে কুন্ডা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়ার উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘এই নাসিরনগর থেকে তোমার নাম মুছে যাবে।’ তাঁর বক্তব্য-সংবলিত ৬ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

হুমকি প্রদানের ঘটনায় ১১ জানুয়ারি নির্বাচন কমিশনের উপসচিব (আইন) আবদুস সালাম সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করতে নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর রোববার রাতে আবদুস সালামের স্বাক্ষরিত ওই আদেশের চিঠি নাসিরনগর থানায় জমা দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। রাতেই থানায় তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহাগ রানা প্রথম আলোকে বলেন, আগের আদেশ রহিত করে মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ পেয়েছেন তাঁরা। অর্থাৎ এই মামলা আর চলবে না। আর সাবেক সংসদ সদস্যকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।