২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কুয়েটের উপাচার্য হলেন সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গতকাল সন্ধ্যায় কুয়েটের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, কুয়েটে উপাচার্যের পদ শূন্য হওয়ায় পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের জ্যেষ্ঠতম ডিন মো. সাইফুল ইসলামকে (গ্রেড-১) কুয়েটের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে ১২ আগস্ট কুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন (গ্রেড-১) তাঁর চার বছরের মেয়াদ শেষ করেন। ওই সময় থেকে কুয়েটে উপাচার্যের পদটি শূন্য ছিল।